
সোমনাথ মুখোপাধ্যায়, কলকাতাঃ “আমি জানি, সিপিএম, বিজেপি আরজি করে ভাঙচুর করেছে” ডোরিনা ক্রসিং’এ মঞ্চে দাঁড়িয়ে এমনটাই দাবি তৃণমূল সুপ্রিমো করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরজি কর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে শুক্রবার পথে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন তিনি। এরপর ডোরিনা ক্রসিং’এ মঞ্চে দাঁড়িয়ে আক্রমণ করেন বিজেপি ও সিপিএমকে। তিনি বলেন, ‘আমি জানি, সিপিএম, বিজেপি আরজি করে ভাঙচুর করেছে। সাধারণ মানুষকে কুর্নিশ জানাই। তাঁরা ঠিক কাজ করেছেন। রাত ১২টার পরে ডিওয়াইএফআই নিয়েছে দলের পতাকা, বিজেপি নিয়েছে জাতীয় পতাকা। এটা বন্ধ করা উচিত।’
তৃণমূল সুপ্রিমো আরও বলেন, ‘বিজেপিএবং সিপিএমের হামলায় কোটি কোটি টাকার জিনিস নষ্ট হয়েছে। ডিউটিতে যাঁরা থাকেন, প্রতি ঘণ্টায় রোগী কেমন রয়েছেন, দেখতে হয়। ডাক্তারদেরও অনেক কষ্ট করে কাজ করতে হয়। পুলিশের মতো। এটা নিয়ে রাজনীতি করতে নামলেন বলে আমাদের নামতে হল।’