
সুকান্ত চট্টোপাধ্যায়,ওঙ্কার বাংলা: লোকসভা নির্বাচনের আগে দলের কর্মীর সমর্থকদের চাঙ্গা করতে এবারে জ্যোতিপ্রিয় গড় হাবরায় সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগামী ১২ই মার্চ হাবরার বানিপুরে ডক্টর বি আর আম্বেদকর স্পোর্টস স্কুলের সামনের মাঠে মুখ্যমন্ত্রীর সভা বলে জানা গিয়েছে। শুক্রবার এই মাঠ পরিদর্শনে যান জেলাশাসক জেলা পুলিশ সুপার এবং প্রশাসনের আধিকারিকেরা। সঙ্গে ছিলেন হাবরা পুরসভা এবং পূর্ত বিভাগের কর্তারা। প্রসঙ্গত, জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হবার পর হাবরায় সাংগঠনিকভাবে তৃণমূল কিছুটা দুর্বল হয়ে গিয়েছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের।এই পরিস্থিতিতে দলের কর্মী সমর্থকদের উজ্জীবিত করার জন্য এই সভা বলে মনে করা হচ্ছে।