
নিজস্ব সংবাদদাতা, কলকাতা : হিথরো থেকে স্বপারিষদ দুবাই পৌঁছুলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লন্ডন সফর সেরে শনিবার সন্ধ্যায় কলকাতায় নামছেন তিনি। আপাতত গত শনিবারের মতো বিমান বিলম্বের কোনো খবর নেই। যাবার সময় ১২ ঘন্টা বিলম্বের ধকল না থাকায় মুখ্যমন্ত্রী সহ তাঁর সফরসঙ্গীরা এখন কলকাতায় ফেরার অপেক্ষায়।
মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, এই সফরে তাঁর দুটি উদ্দেশ্যের কথা। প্রথমত, কলকাতায় অক্সফোর্ডের মতো একটা ক্যাম্পাস গড়ে তোলা। দ্বিতীয়ত, সপ্তাহে দুদিন কলকাতা-লন্ডন ব্রিটিশ এয়ারওয়েজ়ের সরাসরি উড়ান যাতে চালু করা যায়। লন্ডনে গিয়ে রাজ্য সরকারের পদস্থ কর্তারা ব্রিটিশ বনিক মহলের সঙ্গে বৈঠক করেন। বৃহস্পতিবার অক্সফোর্ডের কেলগ কলেজের বক্তৃতার কথা ইতিমধ্যে বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ছাত্র ইউনিয়নের কিছু সমর্থকের বিক্ষোভ ও প্রশ্ন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে রাজনৈতিক মহলে। তবু এই কদিন ঠাসা কর্মসূচি সেরে অবশেষ মমতা বন্দ্যোপাধ্যায় এখন কলকাতায় ফেরার পথে। সব ঠিকঠাক থাকলে শনিবার সন্ধ্যায় তাঁর বিমান কলকাতায় নামছে।