
নিজেস্ব প্রতিনিধি, কলকাতাঃ আরজি করের ঘটনা নিয়ে মিথ্যা রটানো হচ্ছে, বেহালায় প্রাক স্বাধীনতা দিবসের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তাঁর নিশানায় ছিল, বিজেপি এবং সিপিএম। বিরোধীরা নানা ভুয়ো তথ্য প্রচার করে ঘটনায় রাজনীতিকরণ করার চেষ্টা করছে বলে দাবি করেন মমতা। বিরোধীদের পালটা প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করেন তিনি।
তিনি বলেন, ‘আগামী ১৭ তারিখ থেকে সারা বাংলায়, সব ব্লক, সব ওয়ার্ডে বেলা ২টো থেকে ৪টে পর্যন্ত বাম-রামের চক্রান্তের বিরুদ্ধে মিছিল এবং আন্দোলন করা হবে। আগামী ১৮ তারিখ ধরনা হবে ব্লকে ব্লকে। ১৯ তারিখে রাখি পূর্ণিমা রয়েছে। ২০ তারিখে আবার পথে নামব আমরা। সে দিনের কর্মসূচি পরে জানিয়ে দেব।’
বাম ফ্রন্ট আমলের ধানতলা, বানতলা থেকে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের প্রসঙ্গ টেনে বক্তব্য রাখেন মমতা। তিনি বলেন, “রাগ থাকলে আমাকে নিয়ে বলুন। কিন্তু বাংলা মাকে অসম্মান করবেন না। আমরা শান্ত আছি বলে যা ইচ্ছে করবেন? চুপ আছি বলে এক তরফা করবেন? মৃত্যু নিয়ে রাজনীতি আমি বরদাস্ত করব না।” এদিন বেহালার মঞ্চ থেকে বিরোধীদের কার্যত হুশিয়ারি দেন মমতা।