
নিজস্ব প্রতিনিধি: জমি নিয়ে সমস্যা হবে না,বাংলায় আসুন লগ্নি করুন। শুক্রবার স্পেনের ব্যবসায়ীদের রাজ্যে আসার আহ্বানে একথা বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পেনের আতিথেয়তারও প্রশাংসা করেন মুখ্যমন্ত্রী। সঙ্গে যোগ করে যেন পাশের বাড়ির পরিবেশ। নভেম্বরের ২১,২২,২৩ রাজ্যে বেঙ্গল গোবাল বিজনেস সামিট। শুক্রবার স্পেনে শিল্পপতিদের সেই সামিটে যোগ দেওয়া আহ্বান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মাদ্রিদের বাণিজ্যিক সম্মেলনে স্পেনের ব্যবসায়ী সংগঠনের ৭২ জন সদস্যের সঙ্গে মিলিত হন মুখ্যমন্ত্রী। সেখানে রাজ্যে লগ্নির জন্য আবেদন করে মমতা বলেন আপনাদের আতিথেয়তায় আমি মুগ্ধ। আপনারা আমাদেরও আতিথেয়তার সুযোগ দিন। তিনি বলেন,বাংলায় আসুন,শিল্প গড়ুন। জমি কোনও সমস্যা হবে না। যোগ করেন কলকাতা বইমেলার থিম কান্ট্রি হিসেবে স্পেনের যোগ।
বাংলা শিল্পবান্ধব একথা তুলে ধরার চেষ্টার পাশাপাশি বাংলায় সর্বধর্ম সমন্বয়,বৈচিত্র্যের মধ্যে ঐক্যের কথা। দূর্গাপুজো, ফুটবলের প্রসঙ্গ উঠে আসে তার গলায়। এই দিনই মাদ্রিদে লা লিগার সঙ্গে রাজ্য সরকারের মউ সাক্ষর হয়েছে। রাজ্যে ফুটবলের উন্নতিতে তারা সাহায্য করবে। অন্যদিকে লগ্নিকারীদের এই মঞ্চে বাংলার সম্ভবনা ও বিশ্বে বাংলার খ্যাতির কথাও তুলে ধরেন মমতা।