
রাজ্যে মন্ত্রিসভায় রদবদলের তুমুল সম্ভাবনা। সূত্রের খবর, উপনির্বাচন মিটে গেলে মমতা মন্ত্রিসভায় রদবদল! জানা গিয়েছে ফের মন্ত্রী হচ্ছেন বেচারাম মান্না। মন্ত্রিত্ব পেতে পারেন, বিধান উপাধ্যায়।
রাজ্যে মন্ত্রিসভায় রদবদলের তুমুল সম্ভাবনা। সূত্রের খবর সম্ভবত মন্ত্রিসভায় ফেরত আসছেন বেচারাম মান্না। তাকে তাঁর পুরনো দপ্তর শ্রম দপ্তরে আনা হতে পারে। এছাড়া পশ্চিম বর্ধমান থেকে যুক্ত হতে পারে মন্ত্রিসভায় নতুন মুখ। পুরনো নেতা মানিক উপাধ্যায়ের ছেলে বিধান উপাধ্যায়কে মন্ত্রিসভায় নিয়ে আসা হতে পারে। এছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ রদ বদল হতে পারে রাজ্য মন্ত্রিসভায়। তবে যতদূর সম্ভব আসন্ন উপ নির্বাচনের আগে এই রদবদল হবে না। উপনির্বাচনের পর মুখ্যমন্ত্রী প্রয়োজনীয় রদবদল করবেন মমতা বলে সূত্রের খবর।