
সুমন্ত দাশগুপ্ত নয়া দিল্লিঃ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নাচ নিয়ে কুরুচিকর আক্রমণের প্রতিবাদে তৃণমূলের মহিলা সাংসদদের। বৃহস্পতিবার দিল্লিতে সংসদ ভবনে গান্ধীমূর্তির পাদদেশে প্রতিবাদ দেখান, মৌসম বেনজির নূর, মহুয়া মৈত্র, মালা রায়, শতাব্দী রায়, অপরূপা পোদ্দার। গিরিরাজ সিংকে অবিলম্বে বহিষ্কারের দাবি জানান তাঁরা। অবিলম্বে কেন্দ্রীয় মন্ত্রীকে মমতার কাছে ক্ষমা চাইতে হবে বলেও জানিছেন তার।
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেন, পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েছেন, তা মেনে নিতে পারেনা বিজেপি।
ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার। ওইদিন কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠান ছিল। বলিউড শিল্পীদের সঙ্গে থিম সংয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অংশগ্রহণ করেন। তা নিয়েই বুধবার কুরুচিকর আক্রমণ করার অভিযোগ ওঠে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের বিরুদ্ধে। সংসদভবন চত্বরে দাঁড়িয়ে কুৎসিত অঙ্গভঙ্গি করে কেন্দ্রীয় মন্ত্রী অভিযোগ করেন, “গোটা বাংলা দুর্নীতিতে জড়িত। গরিব মানুষ তাঁদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। অথচ মুখ্যমন্ত্রী সলমনের সঙ্গে নাচছেন। মুখ্যমন্ত্রী উৎসব করছেন, ঠুমকা লাগাচ্ছেন, এটা উচিত নয়। ফেস্টিভ্যালে ঠুমকা লাগানো কতটা জরুরি?” যদিও দেশজুড়ে বিতর্কের জেরে চাপে পড়ে গিরিরাজ ডিগবাজি খেয়ে বলেন, আমি ঠুমকা বলিনি।