
ওঙ্কার বাংলা ডেস্ক: প্রেমের নামে প্রতারণা! গার্লফ্রেন্ডের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়ে সেই সময়ের ভিডিও বানিয়ে ফাঁস করে দেওয়ার হুমকি। এইভাবে ব্ল্যাকমেল করে তরুণীর কাছ থেকে আড়াই কোটি টাকা এবং দামী গাড়ি আদায় করল যুবক। শুধু তাই নয়, দামী ঘড়ি ও গয়নাও হাতিয়েছে যুবকটি। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। যুবকের কুকীর্তিতে অতিষ্ঠ হয়ে শেষমেষ পুলিশের দ্বারস্থ হতে অভিযুক্তকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম মোহন কুমার। বেশ কয়েক মাস ধরে ২০ বছর বয়সী তরুণীকে ব্ল্যাকমেল করে আসছিল অভিযুক্ত। তদন্তকারীরা জানান, বোর্ডিং স্কুলে থাকাকালীন সময়ে যুবকের সঙ্গে আলাপ হয় তরুণীর। স্কুল জীবনে তারা ভালো বন্ধু ছিল কিন্তু এক সময় দুজনের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায়। কয়েক বছর পর আবার দুজনের আলাপ হয়। সেই সময় পরস্পররের প্রেমে পড়েন তারা। অভিযুক্ত যুবক কুমার তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দেয়। দুজনে বিভিন্ন জায়গায় ঘুরতেও যান। সেই সময় কাউকে না দেখানোর প্রতিশ্রুতি দিয়ে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও করে সে। যদিও পরে মোটা অঙ্কের টাকা দাবি করে ওই যুবক। টাকা না পেলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এই পরিস্থিতিতে তরুণী তার ঠাকুমার অ্যাকাউন্ট থেকে ১.২৫ কোটি টাকা তুলে যুবকের দেওয়া বিভিন্ন অ্যাকাউন্টে পাঠান। শুধু তাই নয় বিভিন্ন সময়ে দেখা করে যুবকটি তরুণীর কাছ থেকে ১.৩২ কোটি টাকা নগদ নিয়েছে। তবু চাহিদার শেষ ছিল না যুবকের। কখনও দামি ঘড়ি, কখনও দামী গাড়ি দাবি করে বসে সে। সেগুলিও তাকে দেন তরুণী। অবশেষে বিরক্ত হয়ে পুলিশের দ্বারস্থ হন তিনি। অভিযোগ পেয়ে মোহন কুমারকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। হারানো টাকার মধ্যে ৮০ লাখ টাকা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।