
সুমন্ত দাশগুপ্ত, ওঙ্কার বাংলাঃ প্রায় তিন মাস ধরে উত্তর পূর্বের ছোট্ট রাজ্য মণিপুরের আকাশে অশান্তির বাতাবরণ। হিংসায় প্রাণ হারিয়েছেন দু’শো জনের বেশি মানুষ। প্রতিদিন লম্বা হচ্ছে মৃতের তালিকা। বাড়ি ঘর ছেড়ে বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নিয়েছেন কয়েক হাজার সাধারণ মানুষ। প্রতিবেশী রাজ্যগুলিতে পালিয়ে গিয়েছেন অনেকে। এবার মণিপুর নিয়ে মুখ খুললেন, প্রাক্তন সেনাপ্রধান এমএম নারাভানে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “মণিপুরে ধারাবাহিক হিংসার নেপথ্যে চিনের ষড়যন্ত্র থাকতে পারে। উত্তর-পূর্বের জঙ্গীগোষ্ঠীগুলিকে ধারাবাহিকভাবে মদত দেয় চিন।”
উত্তর পূর্বের ছোট্ট রাজ্য মণিপুরে হিংসার নেপথ্যে বিদেশি শক্তির ইন্ধন রয়েছে! সে আশঙ্কা আগেই করেছিলেন অনেকে। মণিপুর প্রসঙ্গে এক সাক্ষাৎকারে প্রাক্তন সেনাপ্রধান এমএম নারাভানে দাবি করেন, মণিপুরের অশান্তিতে চিনের ভূমিকা থাকার সম্ভাবনা উপেক্ষা করা যায় না। তিনি আরও বলেন, মণিপুরের লাগাতার অশান্তি জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে। প্রাক্তন সেনাপ্রধান নিশ্চিত যে অশান্তির পেছনে চিনের চক্রান্ত রয়েছে। নারাভানের মন্তব্য, “আমি নিশ্চিত যে ভারত সরকার চিনের এই অভিসন্ধি সম্পর্কে অবহিত এবং এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট আধিকারিকেরা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে।”
প্রসঙ্গত, মণিপুরে সক্রিয় রয়েছে ২৫টির বেশী কুকি জঙ্গী গোষ্ঠী। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার মতে, এই জঙ্গী গোষ্ঠীগুলিকে মদত দিচ্ছে চিন। কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি, পাকিস্তানের আইএসআই উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্র দিয়ে সাহায্য করছে।