
সুমন্ত দাশগুপ্ত, নয়াদিল্লিঃ চলতি সপ্তাহের শেষেই মণিপুর যেতে পারে ‘ইন্ডিয়া’জোটের ২৬ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধি দল। প্রায় তিন ধরে উত্তেজনা অব্যাহত রয়েছে মণিপুরে। উত্তর পূর্বের রাজ্যটিতে রাজ্যটিতে গোষ্ঠী সংঘর্ষে দু’শো জনের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে। প্রায়ই দিনই মৃত্যুর ঘটনা ঘটছে। বহু মানুষ ঘর ছাড়া। দুই মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় ঘোরানোর ঘটনার ভিডিয়ো এবং গণধর্ষণের অভিযোগ ঘিরে বিতর্ক শুরু হয়েছে দেশ জুড়ে । সে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং’র ইস্তফার দাবি উঠেছে। এই অবহে ‘ইন্ডিয়া’জোটের ২৬ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধি দলের মণিপুর ভিজিট গুরুত্বপূর্ন বলে মনে করছে রাজনৈতিক মহল।
সূত্রের খবর, ‘ইন্ডিয়া’জোটের পক্ষ থেকে প্রথমে ঠিক হয়েছিল, বিরোধী জোটের ১০ মুখ্যমন্ত্রী আগে মণিপুর যাবেন। কিন্তু তাঁদের রাজ্যে বিভিন্ন সময় নানান কর্মসূচি রয়েছে। ফলে সমন্বয় করতে সময় লাগবে। তবে মণিপুরের ঘটনার স্পর্শকাতরতা এবং গুরুত্ব মাথায় রেখে দ্রুত সেখানে পৌঁছোনো প্রয়োজন বলে মত বিজেপি বিরোধী সাংসদদের বড় অংশের। আরও জানাগিয়েছে বিরোধীদের প্রতিটি দল থেকে একজন করে সাংসদ বা নেতাকে পাঠানো হবে বলে ঠিক হয়েছে। চলতি সপ্তাহান্তে তাদের মণিপুরে যাওয়ার কথা।