
২ নভেম্বর মণিপুরের অশান্তির মেয়াদ ছয় মাস পূর্ন হবে। কিন্তু জাতিদাঙ্গা ও অশান্তিরজেরে মণিপুরে লুট হওয়া অস্ত্রের ৭৫ শতাংশ উদ্ধার হয়নি আজও। ৩ মে জাতি দাঙ্গার শুরুতেই ইম্ফল-পূর্ব, বিষ্ণুপুর এবং চূড়াইচাঁদপুর জেলায় পুলিশ ও আধা সেনার অস্ত্রাগারে লুটপাট চালিয়ে ছিল দুষ্কৃতীরা। সূত্রের খবর, এই তিন জেলার অস্ত্রাগার থেকে মোট ৫৬০০টি আগ্নেয়াস্ত্র লুট করা হয়। লুট হয় প্রায় সাড়ে ছয় লাখ রাউন্ড গুলি। এখনও পর্যন্ত দেড় হাজারের মতো অস্ত্র এবং ২০ হাজারের কাছাকাছি গুলি উদ্ধার করা সম্ভব হয়েছে। এরমধ্যে পুলিশ ও আধা সেনার অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রও আছে। এছাড়া আছে স্বেচ্ছায় ফেরত দেওয়া অস্ত্র। এই বিপুল পরিমাণ অস্ত্র এবং গোলাবারুদ এখনও উদ্ধার না হওয়ায় ফের অশান্তির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জাতিদাঙ্গা থামলেও ভবিষ্যতে জঙ্গি নাশকতায় এই অস্ত্র ব্যবহার করা হবে না! সেই প্রশ্নই এখন রাজ্য ও কেন্দ্রীয় গোয়েন্দাদের।