
নিজস্ব প্রতিনিধিঃ ফের অশান্ত মণিপুর। মঙ্গলবার রাতে মণিপুরের খোইরেনটাক গ্রামে নতুন করে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ১ জনের মৃত্যু হয়েছে বলে সংবাদ মাধ্যম সূত্রে খবর। পাশাপাশি, তল্লাশি অভিযানে বিভিন্ন সংগঠনের চারজন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে সেনা বাহিনী। তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র-শস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ১০টা নাগাদ মণিপুরের কুকি-জু গ্রামে দুষ্কৃতীরা হামলা চলায়। এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। পাল্টা গুলি চালায় গ্রামের নিরাপত্তার দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকরা। গুলি লেগে মৃত্যু হয় ৩০ বছর বয়সী এক স্থানীয় বাসিন্দার।