
সজীব গোঁগোঁই,মণিপুরঃ শনিবার রাত থেকে নতুন করে অশান্তি ছড়িয়েছে মণিপুরের ইম্ফল পশ্চিম জেলায়। উন্মত্ত জনতা লাংগল গ্রামে ঢুকে ১৫টি বাড়ি জ্বালিয়ে দেয় বলে স্থানীয় প্রশাসনের সূত্রে খবর। এলোপাথাড়ি গুলিও ছোড়ে উন্মত্ত জনতার দল। পায়ে গুলি লেগে যখম এক যুবক, বলে জানা গিয়েছে। সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা যাচ্ছে, হিংসায় নতুন করে ৫ জনের মৃত্যু হয়েছে উত্তর পূর্বের ছোট্ট রাজ্যটিতে।
পাশাপাশি মণিপুরের বিষ্ণুপুরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও সেই ভাইরাল ভিডিও’র সত্যতা যাচাই করেনি ওঙ্কার বাংলা। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে আসাম রাইফেলস জওয়ান এবং মণিপুর পুলিশের মধ্যে হাতাহাতি। ভিডিওতে, মণিপুর পুলিশ আসাম রাইফেলসের কর্মীদের কুকি জঙ্গিদের সঙ্গে যোগসাজশের অভিযোগ করেছে।
প্রসঙ্গত, তিন মাসের বেশি সময় ধরে তপ্ত উত্তর-পূর্বের রাজ্য মণিপুর। কুকি আর মেতেই জনজাতিদের মধ্যে জাতিদাঙ্গায় দুশ জনের বেশী মানুষ মারা গিয়েছে। সেই মৃত্যুর মিছিল সংখ্যা বাড়ছে প্রতিদিন। কয়েক হাজার মানুষ ঘর ছেড়ে আশ্রয় নিয়েছে বিভিন্ন ত্রান শিবিরে। প্রতিবেশী রাজ্য গুলিতেও আশ্রয় নিয়েছে মণিপুরের বহু পরিবার। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েছে। মণিপুর পুলিশের ভূমিকাকে ভর্ৎসনার করেছেন সুপ্রিম কোর্টএর প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেপি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ।