
সুমন্ত দাশগুপ্ত, নয়াদিল্লিঃ মণিপুরকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার বাদল অধিবেশনের ষষ্ঠ দিনে কালো পোশাক পরে সংসদে এলেন বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সাংসদেরা। কংগ্রেসের সাংসদ মল্লিকার্জুন খাড়গে, অধীর রঞ্জন চৌধুরী, তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, আপ সাংসদ রাঘব চাড্ডা সহ বিভিন্ন বিরোধী সাংসদেরা প্রতীকি প্রতিবাদ জানিয়ে কালো পোশাক পরেছেন।
এদিন অধিবেশন শুরুর আগে গান্ধীমূর্তির নীচে দাঁড়িয়ে বিক্ষোভও দেখান বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সাংসদেরা। মণিপুরকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতির দাবি তুলে স্লোগান দেন তারা। বৃহস্পতিবারই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধী শিবির। লোকসভার স্পিকার ওম বিড়লা এখনও অনাস্থা বিতর্কের দিনক্ষণ ঘোষণা করেননি। বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন ‘‘কালো পোশাক পরে প্রতিবাদের মাধ্যমে আমরা মণিপুরের ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাইছি”।