
সোমনাথ মুখোপাধ্যায়ঃ গোষ্ঠীহিংসায় অশান্ত মণিপুর। প্রায় তিন মাস ধরে চলছে অশান্তি। ইতিমধ্যে হিংসার বলি হয়েছে প্রায় দু’শ জন। সেই মৃত্যুর মিছিল সংখ্যা বাড়ছে প্রতিদিন। কয়েক হাজার মানুষ ঘর ছেড়ে আশ্রয় নিয়েছে বিভিন্ন ত্রান শিবিরে। প্রতিবেশী রাজ্য গুলিতেও আশ্রয় নিয়েছে মণিপুরের বহু পরিবার। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েছে। স্পষ্ট ভাষায় এ কথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। অশান্তির ঘটনাগুলি জন্য মণিপুর পুলিশের তদন্ত প্রক্রিয়াকে ‘অলসতায় ভরা’বলে ভর্ৎসনার করলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেপি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিবিশন বেঞ্চ স্পষ্ট ভাষায় বলেন, ‘‘মণিপুর পুলিশ পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়েছে”। গোষ্ঠীহিংসায় রাজ্য জুড়ে ৬,০০০-এর বেশি এফআইআর দায়ের করা হয়েছে। খুন হয়েছেন দু’শর কাছাকাছি মানুষ। ৬৫ হাজারের উপর মানুষ ঘরছাড়ার। তবুও গ্রেফতারির সংখ্যা প্রায় নেই। এ বিষয়ে জবাবদিহি করার জন্য মণিপুর পুলিশের ডিজি’কে তলব করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির নির্দেশ, আগামী সোমবার দুপুর ২টোর মধ্যে মণিপুর পুলিশের ডিজিকে সশরীরে হাজির হতে হবে আদালতে।