
ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ মণিপুরে নকপোগে দুই মহিলাকে নগ্ন করে হাটানো এবং গণধর্ষণের ঘটনায় এবার উত্তেজনা ছড়ালো পাশের রাজ্য মিজোরামেও। সেখানে বসবাসকারী মেইতিদের অবিলম্বে মিজোরাম ছেড়ে চলে যেতে হুমকি দিল মিজো ন্যাশনাল ফ্রন্ট। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি দিয়ে সংগঠনটি মেইতিদের নিজেদের নিরাপত্তার স্বার্থে যত তাড়াতাড়ি সম্ভব মিজোরাম ছেড়ে চলে যেতে বলেছে। এই বিবৃতির কথা প্রকাশ্যে আসতেই মিজোরামে বসবাসকারী মেইতি সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রসঙ্গত মিজোরামের রাজধানী আইজল সহ রাজ্যের পশ্চিম প্রান্তে প্রায় ২ হাজার মেইতি পরিবারের বাস। তাদের মধ্যে অনেকে মিজোরাম সরকারি কর্মী ও ছাত্র ছাত্রীও রয়েছেন। হুমকির খবর জানাজানি হতেই ইচ্ছুক মেইতিদের রাজ্যে ফেরাতে মিজোরামে চার্টার্ড বিমান পাঠানোর কথা ঘোষণা করে দিয়েছে মণিপুর সরকারও। তবে মিজোরামের স্বরাষ্ট্রসচিব এইচ লালেংমাওইয়া রাজ্যে বসবাসকারী মেইতিদের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছেন। গতকাল সন্ধ্যায় মিজোরামের স্বরাষ্ট্র দফতর বিবৃতি প্রকাশ করে বলেছে ভয়ের কোনও কারণ নেই। গুজবে বিভ্রান্ত হবেন না। মিজোরাম ছেড়ে কোথাও যাবার দরকার নেই। রাজ্য সরকার আপনাদের নিরাপত্তা সুনিশ্চিত করছে। তবে তাতেও কমছে না আতঙ্ক। বহু মেইতে সম্প্রদায়ের মানুষই সড়ক পথে অসম বা মণিপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অনেকে আশ্রয় নিয়েছেন স্থানীয় থানা অথবা আইজল বিমান বন্দরে। প্রসঙ্গত মণিপুরের পার্শ্ববর্তী রাজ্য মিজোরামে প্রচুর সংখ্যক কুকি, জোমি সম্প্রদায়ের মানুষের বসবাস। মিজোদের সঙ্গে কুকি, জোমিদের বৈবাহিক সম্পর্কও আছে। মণিপুরের অনেক কুকি, জোমি পরিবারের আত্মীয়ের বাস মিজোরামে। ৩ মে থেকে মণিপুরে অশান্তি শুরু হলে অনেক কুকি, জোমিই সীমান্ত পেড়িয়ে মিজোরামে এসে আশ্রয় নেন। ইতিমধ্যেই প্রায় ১৩ হাজার কুকি, জোমি সম্প্রদায়ের মানুষ মিজোরামে আশ্রয় নিয়েছেন। মণিপুরের নকপোগে দুই কুকি, জোমি মহিলাকে নগ্ন করে হাটানো এবং গণধর্ষণের ঘটনায় মিজো সমাজ ক্ষুব্ধ। তাই এমনই হুমকি মিজো ন্যাশনাল ফ্রন্টের বলছেন বিশেষজ্ঞরা।
এদিকে মণিপুরে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত স্বাধীনতা সংগ্রামী চুড়াচাঁদ সিংহের ৮০ বছরের বৃদ্ধা স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ সামনে আসায় নতুন করে শোরগোল পড়ে গেছে। ঘটনাটি ঘটে গত ২৮ মে। ওদিন কাকচিংয়ের সেরেও গ্রামে হামলা চালায় একদল দুষ্কৃতী। তারা গ্রামের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেয়। পালাতে না পেরে ঘরের মধ্যেই জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় স্বাধীনতা সংগ্রামী চুড়াচাঁদ সিংহের ৮০ বছরের বৃদ্ধা স্ত্রী ইবেটোমবির। তাঁর নাতির অভিযোগ স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হলেও এখনও পর্যন্ত কোনও অভিযুক্ত ধরা পড়ে নি।
এদিকে নকপোগে দুই মহিলাকে নগ্ন করে হাটানো এবং গণধর্ষণের ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত আরও একজনকে গ্রেফতার করেছে মণিপুর পুলিশ। অভিযুক্তের নাম হিরোদাস মেইতি। এদিন আবার হিরোদাস মেইতির বাড়ি পুড়িয়ে দেন একদল মহিলা। রাজ্যে শান্তি বজায় রাখতে আবেদন করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। গুজব এবং ভাইরাল হওয়া ভিডিও না ছড়াতে সরকারের পক্ষ থেকে আর্জিও জানানো হয়েছে। সরকারের পক্ষ থেকে একটি টোল ফ্রি নম্বর ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে কোনও হিংসার খবর পেলে ওই টোল ফ্রি নম্বরে ফোন করে জানাতে। কিন্তু তাতেও আতঙ্কের পরিবেশ কাটছে না মণিপুরে।