
ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ মণিপুরে কানগপকপিতে দুই মহিলাকে নগ্ন করে হাটানো এবং গণধর্ষণের ঘটনায় এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ দাবি করলেন শর্মিলা চানু। বললেন “আমার রাজ্য মণিপুরে শান্তি ফেরাতে এখনই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করুন। ঘটনাটিকে অমানবিক বলে তীব্র নিন্দার পাশাপাশি ৫১ বছরের সমাজকর্মী শর্মিলা চানু বলেন ভিডিও ক্লিপিংসটা দেখে চোখের জল সামলাতে পারিনি”। প্রসঙ্গত উত্তর পূর্ব ভারত থেকে আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট বা (AFSPA) প্রত্যাহারের দাবিতে ১৬ বছর ধরে অনশন করেন মণিপুরের এই লৌহ মানবী। আন্তর্জাতিক মঞ্চেও সাড়া ফেলে দেয় তাঁর এই অনশন আন্দোলন। সরকার তাঁকে বাঁচিয়ে রাখতে হাসপাতালে বন্দি করে রাখে। জোড় করে নাকে রাইস টিউব লাগিয়ে তাঁকে খাওয়া হয়। সেই ছবিও জাতীয় এবং আন্তর্জাতিক মিডিয়ায় খবরের শিরোনামে এসেছিল। বর্তমানে ২ সন্তান এবং স্বামী সহ বেঙ্গালুরুতে থাকেন শর্মিলা।
একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাত্কারে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহেরও তীব্র সমালোচনা করেন শর্মিলা। শর্মিলা বলেন মুখ্যমন্ত্রী পরিস্থিতি সামলাতে সম্পূর্ণ ব্যর্থ। অবিলম্বে রাজ্যে শান্তি ফেরাতে সব দলের ৬০ জন বিধায়কের সঙ্গেই বৈঠকে বসা উচিত মুখ্যমন্ত্রীর। ওনার জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত। এদিকে অলিম্পিকে পদক পাওয়া আরেক মণিপুরি মহিলা মীরাবাই চানুও মণিপুরে শান্তি ফেরানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন। কিন্তু তবুও ক্ষোভের আগুনে জ্বলছে গোটা দেশ। এদিনও দিল্লিতে মণিপুরীরা বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করে। প্রসঙ্গত গত ৪ মে থেকে মণিপুর জাতি দাঙ্গায় জ্বলছে। এখনও পর্যন্ত এই ভাতৃঘাতী হিসার বলি হয়েছেন ১৬০ জনেরও বেশি মানুষ।