
ওঙ্কার ডেস্ক- মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেনের বিতর্কিত অডিও টেপটি সরকারি ল্যাব্রোটরিতে ফরেন্সিক টেস্টের জন্য পাঠাল সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ কুকি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস ট্রাস্টের আনা আবেদনের ভিত্তিতে এই নির্দেশ দেয়। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২৪ মার্চ।
কুকি গোষ্ঠীর ওই সংগঠনটি বিতর্কিত অডিও টেপের বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছিল। তাদের অভিযোগ, বেসরকারি সংস্থা ‘ট্রুথ ল্যাব্স’-এর করা ফরেন্সিক পরীক্ষায় ওই অডিও টেপের কণ্ঠের সঙ্গে শতকরা ৯৩ ভাগ মিল পাওয়া গিয়েছে মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেনের কণ্ঠস্বরের। এরপর চাউর হয়ে যায়, এই অডিওতে শোনা গেছে, মুখ্যমন্ত্রী মেইতি সম্প্রদায়ের কাউকে রাজ্যের অস্ত্রভাণ্ডার লুটের পরামর্শ দিচ্ছেন। এই ঘটনায় পুলিশ যাতে তাদের গ্রেফতার না করে সে ব্যাপারে আশ্বস্ত করছেন এমনও শোনা গেছে। আবেদনকারীদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত ভূষণ জানিয়েছেন, অডিও শুনে বোঝা যাচ্ছে, মণিপুরের জাতিদাঙ্গায় মদত ও উৎসাহ জুগিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
২০২৩ সালের মে মাস থেকে মেইতেই এবং কুকি-জো সম্প্রদায়ের মধ্যে হিংসা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। মাঝে কিছু দিন পরিস্থিতি নিয়ন্ত্রণে রইলেও গত সেপ্টেম্বর মাসে ফের সংঘর্ষ শুরু হয় মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে। জ্বালিয়ে দেওয়া হয় একাধিক বাড়িঘর। দফায় দফায় সংঘর্ষ চলে মণিপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে।