
সোমনাথ মুখোপাধ্যায়,ওঙ্কার বাংলাঃ চন্দ্রযান ৩-এর সাফল্যের পিছনে নারী ক্ষমতায়নের জয়গানও গাইলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ১০৪তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে চন্দ্রযান ৩-এর সাফল্যের পাশাপাশি তিনি তুলে ধরেন জি২০ সামিটের কথা।
এদিন ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী চন্দ্রযান ৩-এর সাফল্যের কথা বলতে গিয়ে নারীশক্তির কথা উল্লেখ করেন। তাঁর দাবী নারীর ক্ষমতায়নের প্রকৃষ্ট উদাহরণ চন্দ্রযান ৩ মিশন। এই প্রকল্পে যুক্ত অসংখ্য মহিলা বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের কথা ‘মন কি বাত’ অনুষ্ঠানে বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, কীভাবে নারীশক্তি সরাসরি চন্দ্রযান ৩ মিশন প্রকল্পের সঙ্গে জড়িয়ে ছিলেন। তাঁর কথায়, “যেদেশের নারীরা এতটা উচ্চাকাঙ্ক্ষী, সেই দেশকে উন্নত হওয়া থেকে ঠেকায় কে।”
পাশাপাশি, চলতি বছর, জি২০’র নেতৃত্বে রয়েছে ভারত। আগামী ৮ থেকে ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে হবে জি২০ সামিট। এদিন ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “ভারত প্রস্তুত, জি২০’র ইতিহাসে এটাই সবচেয়ে বড় সামিট। আমরা এই সামিটকে বিভিন্ন শহরে অনুষ্ঠিত করেছি। ভারতের প্রাণবন্ত গণতন্ত্রের সদর্থক প্রভাব পড়ছে অতিথিদের উপরে। ভারতের নেতৃত্বেই আরও ব্যাপক ও বিস্তৃত রূপ পেয়েছে জি২০ সামিট।”