
ওঙ্কার ডেস্ক: বৃহস্পতিবার রাতে প্রয়াত হয়েছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা এ দেশের অন্যতম শ্রেষ্ঠ অর্থনীতিবিদ মনমোহন সিং। দীর্ঘকাল বার্ধক্যজনিত সমস্যায় ভোগার পর গতকাল রাত ৯ ৫১ মিনিটে দিল্লীর এইমস হাসপাতালে শেষ নিঃশাস ত্যাগ করেন ডক্টর সাহাব। শুক্রবার সকাল থেকেই তার বাড়িতে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে গেছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে সমাজের বিভিন্ন স্তরের মানুষ। তার বাড়ির সামনে ভিড় জমিয়েছেন তার গুনমুগ্ধ অনুগামীরা। কাল তার মৃত্যুর খবর পাওয়ার পরই হাসপাতালে পৌঁছে যান সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের একাধিক শীর্ষ নেতৃত্ব। কংগ্রেসের কর্ণাটকের বেলগাভির অধিবেশন রদ করে রাতেই হাসপাতালে পৌঁছে যান রাহুল গান্ধী ও পার্টি প্রেসিডেন্ট মল্লিকারজুন খাড়গে। তার মৃত্যুর খবর পেয়েই রাতেই টুইট করে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে ক্যাবিনেটের বিভিন্ন মন্ত্রীরা। এদিন সকালে তার বাড়িতে শেষ শ্রদ্ধা জানাতে যান নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাডডা সহ একাধিক নেতৃত্ব। তার মৃত্যুতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার এবং আগামীকাল শনিবার তার শেষকৃত্য হওয়ার কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
ভারতীয় রাজনীতিতে এক কালিমাহীন নাম ছিল মনমোহন সিং।ইউপিএ জমানায় ১০ বছর সামলেছেন প্রধানমন্ত্রীর দায়িত্ব। দায়িত্ব সামলেছেন রিজার্ভ ব্যাঙ্ক থেকে রাষ্ট্রপুঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের। অর্থনীতির এই প্রফেসর রাজনীতির জগতে পা রেখেছিলেন কেন্দ্রীয় বানিজ্য মন্ত্রকের উপদেষ্টা হিসেবে এবং তার পর দীর্ঘ রাজনৈতিক জীবনে সামলেছেন অনেক গুরু দায়িত্ব। অর্থ মন্ত্রকের উপদেষ্টা থেকে নরসিমহা রাওের সময়ে অর্থমন্ত্রকের গুরু দায়িত্ব, তারপর ২০০৪ সাল অব্দি প্রধান বিরোধী দলনেতা, বর্ণময় তার রাজনৈতিক জীবন। ২০২৪ সাল অব্দি সামলেছেন রাজ্যসভার সংসদের দায়িত্ব। বিশ্বের সবচেয়ে বড় গনতন্ত্রের প্রধান হয়েও কোনদিন কোন দাগ লাগতে দেননি নিজের নামে, শুধু নীরবে করে গেছেন নিজের কাজ। এমন এক নক্ষত্র পতনে সারা দেশে নেমে এসেছে শোকের কালো ছায়া।
ভিডিও দেখুন-