
স্পোর্টস ডেস্ক: গত সপ্তাহের বৃহস্পতিবার তথা ৩রা আগাস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন মনোজ তিওয়ারি। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই বড় সিদ্ধান্ত নিলেন তিনি। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে খুশির খবর দিলেন শিবপুরের বিধায়ক। এই মুহূর্তে ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন না বলেই জানান মনোজ তিওয়ারি।
সূত্রের খবর, মনোজের অবসর ঘোষণার পরই তাঁকে বোঝানোর চেষ্টা চালাচ্ছিলেন সিএবি কর্তারা। তাঁর মতো অভিজ্ঞ খেলোয়াড়কছ দলের জন্য প্রয়োজন। এই মুহূর্তে মনোজ তিওয়ারি ও অনুষ্টুপ মজুমদার ছাড়া বঙ্গ ক্রিকেটে ভরসা দেওয়ার মতো তেমন কোনও ব্যাটার নেই। গত মরসুমে রঞ্জি ট্রফি’তে ব্যাট হাতে ভরসা দিয়েছিলেন এই দুই ক্রিকেটার। এই মুহূর্তে মনোজের শূন্যস্থান পূরণ করা বেশ কঠিন। সেই সঙ্গে তরুণ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটাও দায়িত্বের সঙ্গে পালন করছেন তিনি। সব দিক ভেবেই মত বদলের সিদ্ধান্ত নিয়েছেন মনোজ তিওয়ারি।