
স্পোর্টস ডেস্ক :বাংলাকে রঞ্জি ট্রফি জেতানোর স্বপ্ন আর সত্যি হল না মনোজ তিওয়ারির ম অধরা স্বপ্ন নিয়েই ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন মনোজ। গতবার রাজ্যের ক্রীড়াপ্রতিমন্ত্রী মাঠে নামেন রঞ্জিতে জানান বাংলাকে রঞ্জি জেতাতে তিনি নামবেন। কিন্তু বাংলা ফাইনালে সৌরাষ্ট্রর কাছে হেরে যায়। ২০০৮ সালের ৩ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জাতীয় ওডিআই দলে অভিষেক হয়। ২০১১ সালে যুবরাজ সিংয়ের অসুস্থতার কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে ডাক পান মনোজ। সেঞ্চুরি করেও দল থেকে বাদ পড়েন জাতীয় দলের হয়ে ১২টি ওডিআই ম্যাচ খেলেছেন। মোট রান ২৮৭। রয়েছে একটি শতরান এবং ১টি অর্ধশতরান। এছাড়া ৩টি টি ২০ ম্যাচও খেলেছেন মনোজ। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ১০৪* রান করেছেন। ওডিআইতে বল হাতে ৫টি উইকেট রয়েছে তাঁর। জাতীয় দলের হয়ে কেরিয়ার দীর্ঘ না হলেও বাংলার ক্রিকেটে মনোজ তিওয়ারির অবদান অনস্বীকার্য। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ১০ হাজারের কাছাকাছি রান রয়েছে তাঁর। প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বাধিক অপরাজিত ৩০৩ রানের ইনিংস রয়েছে তাঁর। এছাড়া ২০১২ আর ২০১৪ সালে কেকেআর কে আইপিএ জেতাতে বড় ভূমিকা নেন।