স্পোর্টস ডেস্ক :কেরিয়ারের শেষ মুহূর্তে আবেগপ্রবণ মনোজ, বিহার ম্যাচ জেতার পথে বাংলা ————নিজের বিদায়বেলায় আবেগপ্রবণ মনোজ তিওয়ারি। বিহারের বিরুদ্ধে রঞ্জি ম্যাচের পরে আর ক্রিকেট খেলবেন না মনোজ। আর আবেগপ্রবণ মনোজ শনিবার দুপুরে একটি ভিডিও সোশ্যাল নেটওয়ার্ক সাইটে পোস্ট করেছেন মনোজ। তাতে রয়েছে পাখির চোখে ইডেন গার্ডেন্সের ভিডিয় আর তার খেলা বিভিন্ন বিখ্যাত ইনিংসের ছবি । মনোজ ক্যাপশনে লেখেন, ‘‘শেষ বার খেলতে নামছি। শেষ বার আমার প্রিয় ২২ গজের দিকে হেঁটে যাব। খেলাটার প্রতিটি মুহূর্ত উপভোগ করে যাবো। এত বছর ধরে আমাকে সমর্থন করার জন্য উৎসাহিত করার জন্য সবাইকে ধন্যবাদ। খুব খুশি হব আপনারা সবাই যদি বাংলাকে সমর্থন করার জন্য শেষ দুটো দিন ইডেনে আসেন।’ — ক্রিকেটের অনুগত সেবক, মনোজ তিওয়ারি।’’ রবিবার মনোজকে সংবর্ধনা দেবে সিএবি সম্ভবত রবিবারই ম্যাচ শেষ হয়ে যাবে। তাকে গার্ড অফ অনার দেবে দল। বিহারের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৯৫ রানে অল আউট হয়ে যায় বাংলা। জবাবে দ্বিতীয় দিন বাংলা ৪১১ করে ডিক্লেয়ার করে দেয়। ২০০ রানের ইনিংস খেলেন করলেন অভিমন্যু ঈশ্বরণ। জীবনের সম্ভবত শেষ ইনিংসে রান পেলেন না মনোজ ৩০ রান করে আউট হন । অনুষ্টুপ মজুমদার করেন ৩৯ । অভিষেক পোড়েল ৫৬ । শাহবাজ আহমেদ ২৯ রানে অপরাজিত ছিলেন।
৩১৬ রানের বিশাল লিড বাংলার। বড় টার্গেট নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিপাকে পড়ে যায় বিহার।তাঁদের ওপেনার পীযূষ কুমার সিং মুকেশ কুমারের বলে বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেলেন। দ্বিতীয় দিনের শেষে বিহার ৩২ রান তোলে এক উইকেট হারিয়ে। বাংলা এগিয়ে ২৮৪ রানে ।