
স্পোর্টস ডেস্ক :ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সমালোচনা করলেন মনোজ তিওয়ারি। এদিন জয় শাহর বোর্ডকে একহাত নিয়ে মনোজ বললেন,’রঞ্জি ট্রফির মূল্যটা এখন কমে যাচ্ছে। কিছু বললেই নির্বাসিত করবে, জরিমানা করবে। এখন বোর্ড খেলোয়াড়েরা চালাচ্ছে না। চালাচ্ছে কিছু রাজনীতির লোকজন। এটাই বাস্তব। কিছু বললেই নির্বাসিত হতে হবে। একটা টুইটের জন্য আমার ২০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে। আগে মুখ খুললে আজকের এই সংবর্ধনার দিনটা আমার দেখা হত না। হয়তো ক্রিকেটজীবন আগেই শেষ হয়ে যেত। রঞ্জি ট্রফি শেষ হলে আরও অনেক কিছু বলতে পারি। রঞ্জি ট্রফির যে গুরুত্ব সেটাকে তুলে ধরার চেষ্টা করব।”আগের বছর হঠাৎ অবসর ঘোষণা করেছিলেন। কিন্তু অবসর ভেঙে আরও একটি রঞ্জি খেলার সিদ্ধান্ত নেন। সৌরাষ্ট্রের বিরুদ্ধে রানার্স হওয়ার পর রঞ্জি জয়ের স্বপ্ন আবার নতুন করে দেখতে শুরু করেন। সেই কারণেই অবসর ভেঙে ফেরা। কিন্তু এবার অবসর নিয়ে দোটানায় ছিলেন না। এই প্রসঙ্গে মনোজ বলেন, “একটা সময় আসে যখন শরীর আর সঙ্গ দেয় না। গত দু”তিন বছর ধরেই শরীর সেই সংকেত দিচ্ছিল। রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হওয়া ছাড়া সবকিছু পেয়েছি। হাঁটুর কার্টিলেজে সমস্যা আছে। পরিবারকেও সময় দিতে পারছিলাম না। গতকাল অবসর নেওয়ার সময়ও আমার স্ত্রী সুস্মিতা আমাকে সিদ্ধান্ত ভেবে দেখতে বলেছিল। কিন্তু এবার আর ভাবলাম না। একবার অবসর নিয়েও ফিরে এসেছি। তাই এবার আর সেদিকে হাঁটতে চাইনি।” সোমবার সাংবাদিক সম্মেলনে মনোজের সঙ্গে হাজির ছিলেন স্ত্রী সুস্মিতা এবং ছেলে। ক্রিকেটারের পাশাপাশি বাবা এবং স্বামী হিসেবেও যে মনোজ দক্ষ, সেটা তুলে ধরেন তাঁর স্ত্রী। কথা প্রসঙ্গে মনোজের বিরিয়ানি রান্নার কথাও উঠে আসে