
স্পোর্টস ডেস্ক : রঞ্জি ট্রফিতে অধিনায়ক মনোজ তিওয়ারির শেষ ম্যাচে বড় ব্যবধানে জয় পেল বাংলা। ইডেন গার্ডেন্সে বিহারের বিরুদ্ধে ম্যাচের তৃতীয় দিনই ইনিংস ও ২০৪ রানে জয় পেল বাংলা। ভারতীয় দল থেকে ফিরেই ২ ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিলেন মুকেশ কুমার। তাঁর অসাধারণ বোলিং এবং অভিমন্যু ঈশ্বরণের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদেই জয় পেল বাংলা। রঞ্জি ট্রফিতে শেষ ম্যাচে জয় পেয়ে খুশি মনোজ। তাঁকে গার্ড অফ অনার দেন সতীর্থরা। বাংলার হয়ে ২ দশক ধরে খেলার পর এবার সরে গেলেন মনোজ। বিদায়ের মুহূর্তে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছেন। বাংলার প্রধান কোচ লক্ষ্মীরতন শুক্লা এবং সহ-খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়েছেন মনোজ।