
স্পোর্টস ডেস্ক :সুবর্ণ সুযোগ। মহিলাদের ২৫ মিটার রাইফেল ইভেন্টের ফাইনালে উঠলেন মনু। যোগ্যতাঅর্জন পর্বের খেলায় দ্বিতীয় স্থানে শেষ করলেন তিনি।
মোট ৬০০ পয়েন্টের মধ্যে ৫৯০ পয়েন্ট স্কোর করেছেন তিনি। প্রিসিশন-রাউন্ডের পর তিনি ছিলেন তৃতীয় স্থানে। তখন তাঁর স্কোর ছিল ৩০০-র মধ্যে ২৯৪ পয়েন্ট। কিন্তু র্যাপিড রাউন্ডের পর ভারতীয় এই শ্যুটার উঠে আসেন দ্বিতীয় স্থানে।
এই রাউন্ডে তাঁর স্কোর দাঁড়ায় মোট ২৯৬ পয়েন্ট। ম্যাচের পর মনু ভাকের জানান, “আশা করি আমার প্রতি দেশবাসীর একইরকম ভালোবাসা থাকবে। ফাইনালে আবারও আমি নিজের সেরাটাই দেওয়ার চেষ্টা করব। বিশ্বাস করি যে, মানুষ আমার প্রতি হতাশ কিংবা ক্ষুব্ধ নয়।