
স্পোর্টস ডেস্ক :ইতিহাস মনু ভাকেরের।স্বাধীনতার পর দেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে মনু একই অলিম্পিক্স থেকে দুটি পদক জেতার ঈর্ষণীয় নজির গড়লেন। এরপর তিনি নামবেন ২৫ মিটার এয়ার পিস্তল ইভেন্টে। তাতেও মনুর পদক জয়ের সম্ভাবনা থাকছে। ফলে পদকের হ্যাটট্রিকও অসম্ভব নয়।প্যারিস অলিম্পিক্সের ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে মনু ভাকের ও সরবজ্যোৎ সিং ব্রোঞ্জ জিতলেন। চলতি অলিম্পিক্সে যা ভারতের দ্বিতীয় পদক।এর আগে, ১০ মিটার এয়ার পিস্তলে মনু ব্রোঞ্জ জিতেছিলেন। সরবজ্যোৎ এদিনই প্রথম অলিম্পিক্স পদক লাভ করলেন। তাঁদের কীর্তিতে পদক তালিকায় ভারত আপাতত ২৫ নম্বরে উঠে এলো।এদিন প্রথম শটে খারাপ শুরু। সরবজোত ৮.৬, মনু ১০.২। ভারত ১৮.৮। কোরিয়া প্রথম শটে এগিয়ে ছিল। পরের শটেও কোরিয়ার দুই প্রতিদ্বন্দ্বীদের দুর্দান্ত নিশানা। তবে ঘুরে দাঁড়ায় ভারত। ৬-২ এগিয়ে যায় ভারত। মনুর মনসংযোগ দুর্দান্ত। ৮-২ ব্যবধানে এগিয়ে যায় ভারত। প্রথম শটের ভুল থেকে ঘুরে দাঁড়ান সরবজোতও। ব্রেকে ৮-২ এগিয়ে ভারত। বিরতির পর কোরিয়ান প্রতিপক্ষ ১০.৮ মারেন, সরবজোত ১০.২। ফলে স্কোর লাইন ৮-৪ হয়ে যায়। এ বার মনুর পালা। মনুর সৌজন্যে ফের লিড নেয় ভারত। সাত রাউন্ডের পর ১০-৪ ব্যবধানে এগিয়ে যায়। তবে ও ইয়ে শিন ভারতের সরবজোতের বিরুদ্ধে আরও একটা সিরিজ জিতে ১০-৮ করে কোরিয়া।৯ নম্বর সিরিজে ও ইয়ে শিন এবং মনু ভাকের। ১০.৫ এবং ১০ মেরে ফের ভারতকে ১২-৬ লিড দেন মনু। আর দুটো রাউন্ড বাকি। ১০ নম্বর সিরিজে লি এবং মনুর লড়াই। কোরিয়ান প্রতিপক্ষ দুই শটে ১৯.৪ মারেন, মনু ২০.৮। আরও একটি সিরিজ জিতে ভারত ১৪-৬ এগিয়ে যায়। আর একটা সিরিজ জিতলেই ভারতের ব্রোঞ্জ। ম্যাচ পয়েন্টে দাঁড়িয়ে ভারত। ও ইয়ে শিন বনাম সরবজোত। দুই শটের সিরিজে ও ইয়ে শিন ১৯.৮ মারেন। সরবজোত ১৯.৩। ফলে স্কোর দাঁড়ায় ভারতের ১৪-৮। ভারতের পদকের অপেক্ষা বাড়ান ও ইয়ে শিন। পরের সিরিজে ও ইয়ে শিন ১০.২ ও মনু ১০.৬ মারেন। তারপরও ১৪-১০ হয়ে দাঁড়ায় স্কোর লাইন। পরপর দুটি সিরিজ জিতে ভারতের চাপ বাড়ায় কোরিয়া