
নিজস্ব প্রতিনিধি,সুকমাঃ ফের ছত্তিশগড়ের সুকমায় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরণ। নিহত হলেন ২ সিআরপিএফ জওয়ান। নিহতরা হলেন বছের ২৯ এর কনস্টেবল শৈলেন্দ্র এবং সিআরপিএফ’র ট্রাক চালক আর বিষ্ণু। শৈলেন্দ্র ও বিষ্ণু কোবরা ২০১ ব্যাটালিয়নের সদস্য ছিলেন। এই বিস্ফোরণ মাওবাদীরা ঘটিয়েছে বলে সংবাদ সূত্রে খবর।
রায়পুর থেকে ৪০০ কিলোমিটার দূরে সিলগার এবং তেকালগুডেম ক্যাম্পের মাঝে টিম্মাপুরম গ্রামের কাছে ঘটনাটি ঘটেছে। ওই এলাকয় মাওবাদী সক্রিয় বলে জানা গিয়েছে। মাওবাদীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।