
নিজেস্ব প্রতিনিধিঃ ছত্তিশগড়ের দান্তেওয়াড়া এবং বিজাপুর জেলার সীমান্তবর্তী এলাকায় ডিস্ট্রিক্ট রিসার্ভ গার্ড এবং সিআরপিএফ-এর যৌথ বাহিনীর দঙ্গে মাওবাদীদের গুলির লড়াই। প্রাণ হারাল ৯ মাওবাদী। আহত আরও কয়েকজন মাওবাদী নেতা। ঘটনাস্থল থেকে উদ্ধার হল প্রচুর অস্ত্র। গোটা এলাকা জুড়ে শুরু হয়েছে চিরুনি তল্লাশি।
প্রায় ঘণ্টাখানেকের ধরে গুলির লড়াই চলে। নিহত ৯ জন মাওবাদীরা পিপল্স লিবারেশন গেরিলা আর্মির (পিএলজিএ) সদস্য বলে জানা গিয়েছে। যদিও গোটা ঘটনায় কোনও জাওয়ান আহত হননি বলে বিজাপুর পুলিশের তরফে জানানো হয়েছে ।