
তামসী রায় প্রধান,ওঙ্কারঃ শ্রমিক পরিবারের ১৪ বছরের ছোট্ট মেয়েটিকে প্রভাবিত করে মাওবাদী অদর্শে। মাও সংগঠনে নামও লেখান তিনি। দাপুটে মাওবাদী নেত্রী হিসাবে তাঁকে ধরা হত। তাঁর বিরুদ্ধে একাধিক নাশকতার অভিযোগও এনেছিল নিরাপত্তা বাহিনী। এ জন্য জেলও খাটতে হয়েছিল তাঁকে। আর তিনি এখন, তেলেঙ্গানার কংগ্রেস সরকারের একজন মন্ত্রী। তিনি হলেন, মহিলা ও শিশুকল্যাণ মন্ত্রী দানাসারি অনুসূয়া।
১৯৯৭ সালে মাও সংগঠনের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে মূলস্রোতে ফিরে আসেন। এই সিদ্ধান্তের মতপার্থক্যের জেরে স্বামীর সঙ্গে হয় বিচ্ছেদ। মূলস্রোতে ফিরে নতুন করে শুরু করেন পড়াশোনা। আইনের ডিগ্রি লাভ করার পাশাপাশি গত বছর অক্টোবর মাসে পিএইচডি ডিগ্রি লাভ করেন। যোগদান করেন সংসদই ও রাজনীতিতে।
এবার বিধানসভা নির্বাচনে মালুগুর আসন থেকে জয় লাভ করেন তিনি। তবে ২০০৯ সালে প্রথমবার টিডিএস সদস্য হিসেবে বিধানসভায় প্রবেশ করেছিলেন অনুসূয়া।