
ওঙ্কার অনলাইন ডেস্কঃ উত্তর পূর্বের রাজ্য নাগাল্যান্ডে চলছে অনবরত বৃষ্টি। আর বৃষ্টির জেরে যান চলাচল ব্যহত। বৃষটির মধ্যেই পাহাড়ি রাস্তায় দাঁড়িয়ে পরপর গাড়ি। মুহুর্তের মধ্যে পাহাড় থেকে নেমে এল এক বিশাল পাথর। খেলনা গাড়ির মতো পিষে গেল দুটি গাড়ি। ডিমাপুরের চুমোউকেদিমা জেলায় ২৯ নম্বর জাতীয় সড়কের ওপর ঘটনাটি ঘটেছে। ঘটনায় মৃত তিন, যখম তিন।
গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টির জেরে বিভিন্ন জায়গায় ধস নামছে নাগাল্যন্ডের পাহাড়ি এলাকায়। ভয়াবহ রূপ নিয়েছে পাকালা পাহাড় এলাকা। এই পাকালা পাহাড়ের ওপর দিয়ে গিয়েছে ২৯ নম্বর জাতীয় সড়ক। বুধবার সকালে ফের ধস নামে জাতীয় সড়কের ওপর। পাহাড় থেকে একটি বিশাল আকার পাথর গড়িয়ে পরে রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িগুলির ওপর। নাগাল্যন্ড সরকার জানিয়েছে, দুর্ঘটনায় গাড়িতে থাকা দু’জনের মৃত্যু হয়েছে। বাকি তিনজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গিয়েছে, দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই মারা যান। অন্য একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে নাগাল্যান্ড সরকার। শোক প্রকাশ করে টুইট করেছেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী।