
ওঙ্কার ডেস্ক:দিনহাটার পর মাথাভাঙ্গা। ফের বিরোধীদের লক্ষীর ভান্ডার বন্ধ করে দেওয়ার হুমকি দিলেন এক তৃনমূল নেতা। ২১ শে জুলাইয়ের প্রস্তুতি সভা উপলক্ষে মাথাভাঙা ১নং ওয়ার্ডে একটি পথসভার আয়োজন করা হয়েছিলো ।এই সভা থেকে তৃণমূলের শহর ব্লক সভাপতি বিশ্বজিৎ রায় বলেন এবারের লোকসভা নির্বাচনে মাথাভাঙ্গা শহরের প্রতিটি ওয়ার্ডে তৃণমূল পরাজিত হয়েছে। সরকারের সব সুযোগ সুবিধা নেওয়ার পরেও অনেকেই বিজেপিকে ভোট দিয়েছে। তাদের চিহ্নিত করা হবে এবং তাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে।বিশ্বজিত রায়ের এই মন্তব্য নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে