
নিজস্ব প্রতিনিধিঃ শ্রী চৈতন্য দেবের জন্মভূমি নদিয়ায় শুরু হল মায়াপুর ইসকন পরিচালিত নবদ্বীপ মণ্ডল পরিক্রমা। এই পরিক্রমা অনুষ্ঠানে যোগ দিয়েছে দেশের বিভিন্ন প্রান্ত এবং বিদেশ থাকা আসা হাজার হাজার ভক্তরা। মঙ্গলবার তথা ১২ মার্চ শুরু সকালে শুরু হয়ে এই পরিক্রমা। চলবে ১৮ই মার্চ পর্যন্ত। নবদ্বীপের নয়টি দ্বীপ ঘুরে কীর্তন সহযোগে এই পরিক্রমা ফের মায়াপুর ইসকনে ফিরে আসবে। সেদিন হবে মহামিলন। মহাপ্রভুর ৫৩৮তম আবির্ভাব তিথি উৎসব উপলক্ষে কৃষ্ণ নাম সংকীর্তন করতে এই পরিক্রমায় অংশ নিয়েছে ভক্তরা। কখনো জলপথে আবার কখনো স্থলপথে নবদ্বীপের নয়টি দ্বীপে এখন পরিভ্রমণে ব্যস্ত তাঁরা।