
স্পোর্টস ডেস্ক: গত ৮ টি ডার্বিতে জয়ের পরে হটাৎ করেই ছন্দপতন। চলতি ডুরান্ড কাপের টুর্নামেন্টে লিগের ম্যাচে ডার্বিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ১-০ গোলে হেরেছে মোহনবাগান। সেই কারণে ফাইনালে বদলা আর ট্রফি দুটোই টার্গেট করছে টিম মোহনবাগান। এদিন ম্যাচের আগে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দ জানালেন,আমরা ভালো খেলছি। মুম্বই সিটি এফসিকে হারিয়েছি। আমরা ম্যাচ জিততে চাই। ফাইনাল জিতলেই ট্রফি জিতব। তবে আমাদের সমস্যাও আছে।দল ৫০% তৈরি। এত ঘনঘন ম্যাচ যে, কোনও ট্রেনিং করার সুযোগ পাইনি। ’ গত ডার্বির হার ভুলে জুয়ান জানালেন , ‘অতীতের সঙ্গে ভবিষ্যতের কোনও মিল নেই। নতুন ম্যাচ। এএফসি কাপে মাচিন্দ্রা ম্যাচে চাপ ছিল। তবে আমরা ফাইনালে উঠেছি। আগের বারের ইস্টবেঙ্গল ম্যাচের সঙ্গে এ বারের ইস্টবেঙ্গলের কিন্তু কোনও মিল নেই। ওরা অনেক শক্ত দল। ইস্টবেঙ্গল এই ডুরান্ড কাপে একটাও ম্যাচ হারেনি। ওদের কোচ তাই চাইবে এই ধারাবাহিকতা ধরে রাখতে। তবে এই ম্যাচটা জিতলে ট্রফি আর বদলা দুটোই আসবে। আমাদের সতর্ক থাকতে হবে। সমর্থকদের ট্রফি দিতে চাই।’