
স্পোর্টস ডেস্ক :অনেকদিন পর মেয়েকে কাছে পেয়েছিলেন মহম্মদ শামি। স্বাভাবিকভাবেই তিনি আবেগপ্রবণ ছিলেন। শপিংমলে মেয়েকে জড়িয়ে ধরা থেকে শপিং করার ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল। সেই ভি়ডিও দেখে যখন শামির ভক্তরা যখন মুগ্ধ, তখন কটাক্ষই ছুঁড়ে দিয়েছেন হাসিন জাহান। জনপ্রিয় এক সংবাদমাধ্যমের ওয়েবসাইটে তাঁর দাবি, সবই নাকি লোকদেখানো, মেকি! এও দাবি করেছেন, ছবি তুলে সমাজ মাধ্যমে দেবে বলে মেয়ের সঙ্গে দেখা করার সময় ভিডিওগ্রাফার নিয়ে গিয়েছিলেন শামি। এমনকি স্পনসর সংস্থার জিনিসই মেয়েকে কিনে দিয়েছে, একপয়সাও খরচা করেনি। ২০১৮ থেকেই একসঙ্গে আর থাকেন না শামি ও হাসিন জাহান। আইনি লড়াইও চলছে দু’জনের মধ্যে দীর্ঘদিন। হাসিনের মন্তব্যে ফের ঘৃতাহুতি হল বলাই যায়। আপাতত চোট সারিয়ে পুরো ফিট হয়ে জাতীয় দলে কামব্যাক করার মরিয়া চেষ্টা চালাচ্ছেন মহম্মদ শামি।