
স্পোর্টস ডেস্ক :আজ ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে ক্লাবের কর্মসমিতির সদস্য সুমন দাশগুপ্ত গিয়েছিলেন হায়দ্রাবাদে, কিংবদন্তি খেলোয়াড় প্রয়াত মহম্মদ হাবিবের পরিবারের পাশে দাঁড়াতে তাঁর বাড়িতে I সেখানে তিনি ইস্টবেঙ্গল ক্লাবের থেকে পাঠানো লাল হলুদ উত্তরীয়, ক্লাব পতাকা এবং প্রয়াত মহম্মদ হাবিবের স্মরণে লেখা একটি “সমবেদনা বার্তা” তুলে দেন তাঁর পরিবারের হাতে এবং ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে তাঁর পরিবারের পাশে ইস্টবেঙ্গল ক্লাব সবসময় থাকবে, সেই বার্তা ও পৌঁছে দেন তাঁর পরিবারের কাছে I যেখানেই থাকুন ভালো থাকুন ‘বড়ে মিয়া’I