
স্পোর্টস ডেস্ক :বহুদিন পরে চোট সারিয়ে মাঠে ফিরেছেন বাংলার পেসার মহ সামি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় বোলিংকে নেতৃত্ব দিচ্ছেন তিনিই। তবে তার মাঝেই সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে এই পেসার। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে জল খাচ্ছেন এই পেসার সেই ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়ে গেছে বিতর্ক। কেনো রামজানের রোজার সময়ে তিনি জল খাচ্ছেন সেটা নিয়ে বিতর্ক।রমজান মাস শুরু হয়েছে। গত ১ মার্চ রমজান শুরু হয়েছে মুসলিম সম্প্রদায় প্রতিদিন রোজা করছেন । রামজান মাসে সকালবেলা সেহরি দিয়ে শুরু হয়। আর সন্ধ্যার পর ইফতারের মাধ্যমে রোজা খোলা হয়ে। সারাদিন চলে নির্জলা উপবাস। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ মার্চ ম্যাচে সামির এনার্জি ড্রিঙ্কস খাওয়ার ছবি সামনে আসছে তাতে পরিষ্কার হয় যে তিনি রোজা রাখেননি। এরপরই কিছু অংশ সোশ্যাল মিডিয়ায় সামিকে আক্রমণ করা যেমন শুরু করেছে তেমনই একটা অংশ তার পাশে দাঁড়িয়ে বলেছেন দেশের হয়ে খেলার সময় অনেককিছুই ত্যাগ করতে হয়। যদিও এতে সামির কোনো প্রভাব পড়বে কিনা জানা নেই। আগামী রবিবার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ২০০২ সালে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির যুগ্ম বিজয়ী আর ২০১৩ সালে ভারত চ্যাম্পিয়ন। এবারে ভারতের সামনে ফের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের হাতছানি।