
ওঙ্কার ডেস্ক: ইলেক্টোরাল বন্ড সামনে আসার ১ বছর পর ফের জীবনদায়ী ওষুধের দাম বাড়ল মোদী জামানায় । ২০২৪ সালেই দাম বাড়িয়েছিল বেশ কয়েকটি ফার্মা কম্পানি। আবার এই বছর ১ লা এপ্রিল থেকেই বাড়ছে ৭৪৮ টি ওষুধের দাম । বলা চলে বিনা ওষুধেই মৃত্যুদণ্ডের দোরগোড়ায় সাধারণ মধ্যবিত্ত শ্রেণী। দাম বাড়তে পারে ১.৭৪ শতাংশ প্রতি ওষুধে। বাদ পড়ল না কোনো রোগই । দাম বাড়া ওষুধের তালিকায় রয়েছে গ্যাস , সুগার , ক্যানসার, জ্বর , বমি , হাঁপানি,মানসিক এবং নার্ভের রোগের বিভিন্ন ওষুধ। দাম বৃদ্ধিতে সবুজ সঙ্কেত দিয়েছে ‘ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি’।
ফিরে দেখা যাক, গত ২০২৪ সালের মার্চ মাসেই সামনে আসে , ইলেক্টোরাল বন্ড এবং বিভিন্ন ফার্মা কম্পানির নাম যারা কোটি কোটি টাকার ইলেক্টোরাল বন্ড কিনেছিলেন। ইনফোরর্সমেন্ট ডিরেক্টরেট তালিকাভুক্ত ছিল একাধিক ফার্মাসিউটিক্যাল কম্পানি।
সেই চড়া দামের ইলেক্টোরাল বন্ডের লগ্নি ভরপাই করার জন্যেই চচ্চড়িয়ে বাড়ছে না তো ওষুধের দাম? প্রশ্ন ওঠে কেন্দ্র সরকার মৌনতার দিকেও। যখন দাম বৃদ্ধিতে সবুজ সম্মতি দিয়েছে ‘ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি’ (এনপিপিআর)।
এখন সাধারণ মানুষের কথা মাথায় রেখে কেন্দ্র সরকার কী সিদ্ধান্ত নেয় সেদিকেই নজর দেশবাসীর।