
ওঙ্কার ডেস্ক: ‘মুসকান একজন ভালো মেয়ে। তুমি তাকে বিয়ে করলে খুশি হবে।’ এমন মেসেজ পেয়েছিল সাহিল শুক্লা। স্ন্যাপচ্যাটে ভুয়ো প্রোফাইল বানিয়ে সেই মেসেজ পাঠিয়েছিল মুসকান। নিজেকে পরিচয় দিয়েছিল সাহিলের মৃত মা হিসেবে। কিন্তু কেন এই বার্তা বিশ্বাস করেছিল সাহিল? কারণ সে মনে করত তার মা বহু বছর আগে মারা গেলেও কালাজাদু করে এখনও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব।
উত্তরপ্রদেশের মীরাটের বাসিন্দা মার্চেন্ট নেভি সৌরভ রাজপুতকে নৃশংস খুনের ঘটনার তদন্তে নেমে এমনই তথ্য পেয়েছে পুলিশ। ঠান্ডা মাথায় সৌরভকে খুন করা হয়েছে বলে তদন্তে উঠে এসেছে। অভিযোগ, নিজের ভাইয়ের ফোন থেকে স্ন্যাপচাটের তিনটে ফেক প্রোফাইল খোলে মুসকান রস্তোগী। সেই ভুয়ো অ্যাকাউন্ট থেকেই সাহিলকে ভুয়ো মেসেজ পাঠাত সে।
উল্লেখ্য, পেশায় মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতের সঙ্গে মুসকান রস্তোগীর ২০১৬ সালে বিয়ে হয়। যদিও প্রেম করেই তাঁরা বিয়ে করেছিলেন। স্ত্রীর সঙ্গে সময় কাটাবেন বলে নিজের চাকরিও একসময় ছেড়ে দেন সৌরভ। কিন্তু নিজের ইচ্ছায় চাকরি ছাড়লেও তা মেনে নিতে পারেনি তাঁর পরিবার। কেন চাকরি ছাড়লেন তা নিয়ে পরিবারের মধ্যে শুরু হয়ে যায় ঝামেলা। অবশেষে স্ত্রীকে নিয়ে বাড়ি ছেড়ে অন্যত্র থাকার সিদ্ধান্ত নেন সৌরভ। ২০১৯ সালে তাঁদের এক কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু এক সময় সৌরভ জানতে পারেন তাঁর বন্ধু সাহিলের সঙ্গে প্রেম করছে তাঁর স্ত্রী। বিষয়টি নিয়ে দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়। বিচ্ছেদের পরিকল্পনা করলেও কন্যার কথা ভেবে সে পথে আর এগোননি সৌরভ।
এদিকে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের আবহে ২০২৩ সালে পুনরায় মার্চেন্ট নেভিতে যোগদান করেন সৌরভ। কাজের সূত্রে বাড়ি ছেড়ে দূরে চলে যান তিনি। কিন্তু চলতি বছরে ২৮ ফেব্রুয়ারি তাঁদের ছয় বছর বয়সী মেয়ের জন্মদিন ছিল। সেই উপলক্ষে বাড়ি আসেন সৌরভ। কিন্তু এদিকে তাঁর ভাগ্যে অপেক্ষা করছিল নির্মম পরিহাস। গোপনে স্ত্রী মুসকান তাঁর বন্ধু সাহিলের সঙ্গে পরিকল্পনা সেরে রেখেছিলেন, যে সৌরভ বাড়ি ফিরলে তাঁকে খুন করা হবে। সেই মতো গত ৪ মার্চ সৌরভের খাবারে তাঁরা ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলেন। খাওয়ার পর সৌরভ ঘুমিয়ে পড়লে সাহিল ও মুসকান মিলে তাঁকে ছুরি দিয়ে খুন করে। এরপর দু জন মিলে দেহ ১৫ টুকরো করে ফেলে দেয় একটি ড্রামে। শুধু তাই নয় প্রমাণ লোপাটের জন্য ড্রামের মুখ বন্ধ করে দেয় সিমেন্ট দিয়ে।