
স্পোর্টস ডেস্ক :ইন্টার মায়ামিতে সই করলেন লিওনেল মেসি। আর এদিনের মেসি মেসি বরণের অনুষ্ঠানের মঞ্চ থেকে ইন্টার মায়ামির অন্যতম মালিক জর্জ মাস বলেন, ‘এটা আমাদের কাছে গর্বের মুহূর্ত। লিও মেসির এই দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত আমাদের দেশের ফুটবল ল্যান্ডস্কেপ বদলে দেবে। মেসিকে তাঁর প্রিয় ১০ নম্বর জার্সি দেওয়া হল।’
২০২৫ সাল অবধি ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি হয়েছে লিওনেল মেসির। নতুন ক্লাবের হয়ে পথচলা শুরু হওয়ার আগে মেসি বলেন, ‘এখানে আমাকে সমর্থন করা প্রতিটা মানুষকে জানাই ধন্যবাদ। মায়ামিতে এসে আমি ভীষণ খুশি। আমি অনুশীলন শুরু করতে চাই। মাঠে নেমে মেজর লিগ সকার উপভোগ করতে চাই। লড়াই করার ইচ্ছেটা আগের মতোই রয়েছে। আমি জিততে চাই। ক্লাবের উন্নতিতে সাহায্য করতে চাই।’এই মুহুর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের লিগে ইন্টার মায়ামি অবশ্য একেবারেই ভাল জায়গায় নেই। তারা ২২টি ম্যাচ খেলে জিতেছে মাত্র পাঁচটি, হেরেছে ১৪টি। মোট ১৮ পয়েন্ট নিয়ে সবার নীচে রয়েছে তারা। মেসির হাত ধরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে ডেভিড বেকহ্যামের ক্লাব। আর সেই লড়াইয়ে সমর্থকদের পাশে চাইছেন মেসি। তিনি বলেন, “আশা করছি গোটা প্রতিযোগিতা জুড়ে এভাবেই আপনারা সমর্থন করে যাবেন। আমি বিশ্বাস করি দলের সবাই নিজেদের ১০০ শতাংশ উজাড় করে দেবে। এই ক্লাবকে বেছে নেওয়ার জন্য আমি খুব খুশি। সামনের কয়েকটা মাস সবাই ফুটবল উপভোগ করুন।”