
নিজস্ব প্রতিনিধিঃ কলকাতার মুকুটে নয়া পালক। গঙ্গার নীচ দিয়ে আজ থেকে শুরু হলো মেট্রো পরিষেবা। শুক্রবার সকালে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হলো। দীর্ঘ অপেক্ষার পর এদিন গঙ্গার নীচ দিয়ে যাত্রী নিয়ে ছুটল মেট্রো। তাই এদিন সকাল থেকেই হাওড়া ময়দান কিংবা হওরা স্টেশন সংলগ্ন মেট্রো স্টেশনে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রথম দিনেই যাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। মেট্রো চালু হওয়ার পাশাপাশি প্রথম দিনে গঙ্গার তলা দিয়ে মেট্রো সফরের সাক্ষী হতে পেরে খুশি যাত্রীরা। এদিন প্রচুর ভিড়ের পরিপ্রেক্ষিতে এলাকায় বিশাল পুলিশ এবং আরপিএফ মোতায়েন করা হয়েছিল যাতে সাধারণ মানুষ কোনও সমস্যায় না পড়েন। পুলিশ ও আরপিএফ সবদিক দিয়ে পরিস্থিতির উপর নজর রাখেন।