
নিজেস্ব প্ররতিনিধিঃ বিশ্বজুড়ে বসে গেল মাইক্রোসফট উইন্ডোজ। ফলে বিশ্বজুড়ে মাইক্রোসফট উইন্ডোজ ব্যবহারকারী ইউজার সমস্যায় পড়েন। প্রভাব পড়েছে এয়ারলাইন্স, ব্যাংক, তথ্যপ্রযুক্তি, সংবাদ মাধ্যম, শেয়ার বাজার সহ বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে।
শুক্রবার, সকালে মাইক্রোসফট উইন্ডোজ স্কিন হঠাৎ করে স্ক্রিনে নীল কয়ে যায়। সঙ্গে একটি লেখা ভেসে ওঠে, ‘Your device ran into a problem and needs to restart. We’re just collecting some error info, and then restart for you.’ জানা গিয়েছে, যে সমস্যাটি হয়েছে সেটিকে কম্পিউটারের পরিভাষায় বলে ‘ব্লু স্ক্রিন অফ ডেথ’। ফলে রিস্টার্স্ট করার পরও আবার নীলচে স্ক্রিন এবং একই বার্তা দেখাচ্ছে।
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে উইন্ডোজ-এ সমস্যা নিয়ে একের পর এক অভিযোগ আসতে শুরু করেছে। মাইক্রোসফট এক বার্তায় জানিয়েছে, ‘ক্রাউডস্ট্রাইক’ আপডেট হওয়ার জন্যই এই সমস্যা তৈরি হয়েছে। রিপোর্ট বলছে, এই ঘটনার জেরে বিশ্বজুড়ে বিভিন্ন অফিস, ব্যাংক সহ বিভিন্ন পরিষেবায় ব্যাপক প্রভাব পড়েছে। বিমানবন্দর সূত্রে খবর, চেন ইন সিস্টেম ডাউন থাকার ফলে সমস্যায় পড়েছেন যাত্রীরা।