
ওঙ্কার ডেস্ক:উড়িষ্যায় বাঙালি পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশী তকমা দিয়ে নির্যাতন করা হচ্ছে। ।আর তাই ভয়ে উড়িষ্যা থেকে রাজ্যে ফিরে আসছেন হাজার হাজার শ্রমিক। আর সেই সব শ্রমিকরা রাজ্যে ফিরে আসার পর থেকেই শুরু হয়েছে বিক্ষোভ,। সেই বাঙালি শ্রমিকদের অধিকাংশই মুর্শিদাবাদ জেলার। বুধবার মুর্শিদাবাদের সুতি সাজুরমোড়, শামসেরগঞ্জের বাসুদেবপুর মোড় সহ একাধিক এলাকায় বিক্ষোভ দেখান পরিযায়ী শ্রমিকরা,। পাশাপাশি তারা 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন ,এর ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল । পরিযায়ী শ্রমিকদের দাবি বাঙ্গালীদের উড়িষ্যায় মারধর করা হচ্ছে, ঘর থেকে বের হতে পারছেন না তারা, এর পিছনে মদত দিচ্ছে ওই রাজ্যের প্রসাশন ও রাজনৈতিক দলগুলি বলে অভিযোগ শ্রমিকদের । এই অবস্থায় বাধ্য হয়ে রাজ্যে ফিরে আসতে হয়েছে তাদের।এখন রাজ্য সরকার তাদের কাজের ব্যবস্থা করুক।