
অরিন্দম হরি, মিনাখাঁ: ভোট পরবর্তী হিংসা অব্যাহত মিনাখাঁয়। ভোট পরবর্তী হিংসার জেরে মিনাখাঁর বামনপুকুর এলাকার বেশ কিছু বিজেপি কর্মীরা, ঘর ছাড়া রয়েছে। এবং বেশ কিছু বিজেপি কর্মীদের ভয় দেখিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে রেখেছে তৃণমূল, এমনটাই অভিযোগ স্থানীয় বিজেপি নেতা কর্মীদের। তাই এই সমস্ত বিজেপি কর্মীদের পাশে থাকার জন্য ও ঘরছাড়া বিজেপি কর্মীদের বাড়িতে ফেরানোর জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশে মিনাখাঁ থানায় আসেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রুয়াল। তিনি মিনাখাঁ থানায় প্রবেশ করে পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলেন। কিভাবে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা যায় ও কিভাবে এলাকার বিজেপি কর্মীদের বাড়িতে ফেরানো যায় এবং কিভাবে বিজেপি কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা যায় সেই সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলেন