
সুকান্ত চট্টোপাধ্যায়,সন্দেশখালি: সন্দেশখালির মাঝের হাট থেকে বেড়মজুর এলাকায় যাওয়ার পথে পুলিশের বাধার মুখে ডি ওয়াই এফ আই নেত্রী মীনাক্ষী মুখার্জী ।প্রথমে পুলিশের নজর এড়িয়ে সন্দেশ খালির মাঝেরহাট এলাকায় ঢুকে পড়েন মীনাক্ষী।কিন্তু সেখান থেকে নদী পেরিয়ে বেড় মজুর এলাকায় ঢুকতে গেলে তাকে আটকে দেয় বসিরহাট থানার পুলিশ। এর পর সেখানেই ধরনায় বসে যান মীনাক্ষী মুখার্জী। মীনাক্ষী মুখার্জী বলেন এখানে মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে,জমি তে জল ঢুকিয়ে জমি দখল করে নেওয়া হয়েছে।এই বিষয় গুলি নিয়ে এলাকার ওসিকে অভিযোগ জানিয়ে তারপর আমি সন্দেশ খালি থেকে যাবো