স্পোর্টস ডেস্ক :হার দিয়েই কলকাতা লিগের সুপার সিক্সের অভিযান শুরু করল ইস্টবেঙ্গল। এদিন কিশোরভারতীতে ২-১ গোলে মহামেডানের কাছে হারতে হল লাল হলুদ ব্রিগেডকে। টিম ডেভিডই সাদা কালো ব্রিগেডের হয়ে জোড়া গোল করলেন
১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট সংগ্ৰহ করে নিল মহামেডানের । অন্যদিকে ইস্টবেঙ্গলের সংগ্রহীত পয়েন্ট ১৩ ম্যাচে ৩০।
এদিনের ম্যাচে রেফারি নিয়ে অনেক প্রশ্ন ছিল ম্যাচের নায়ক টিম ডেভিড জানান, ম্যাচের শুরুতে গোল দুটো করে দিতে পেরে আমি খুব খুশি। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল করেছি সেটা বড় বিষয় নয়। সুপার সিক্সের গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে জেতাতে পেরেছি, এটা বেশ ভাল লাগছে।আমি রেফারিং নিয়ে কিছু বলতে চাই না। ম্যাচ শেষ ওদেরও এবার ভুলে যেতে চাই। ওদের নিয়ে কোনও প্রশ্ন নয়।” মহামেডান ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস বলেন, “রেফারিদের ভূমিকা নিয়ে প্রশ্ন থাকবে। শুধু কলকাতা লিগ নয়, ডুরান্ড এবং আইএসএলেও রেফারিং ঠিক হচ্ছে না।”
ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ বলেন, “আমরা পুরোটাই ইস্টবেঙ্গল পরিবারের অংশ। সিনিয়র দল থেকে ওরা আমাদের ছোটদের সাহায্য করতে এসেছিল। আজ দিন ছিল না।