
স্পোর্টস ডেস্ক :টানা দ্বিতীয়বার পদক জয়ের স্বপ্নপূরণ করতে পারলেন না সাইখম মীরাবাই চানু। ভারতীয় সময় অনুযায়ী বুধবার রাতে প্যারিস অলিম্পিক্সে মহিলাদের ভারত্তোলনের ৪৯ কেজি বিভাগে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েও চতুর্থ হলেন মীরাবাই চানু। তিনি অল্পের জন্য পদক হারালেন। স্ন্যাচে ৮৫ কেজি ওজন তুলে শুরুটা ভালো করেন মণিপুরের এই ভারত্তোলক। এরপর স্ন্যাচে দ্বিতীয় চেষ্টায় তিনি ৮৮ কেজি ওজন তোলেন। এরপর ক্লিন অ্যান্ড জার্কে প্রথম চেষ্টায় ১১১ কেজি ওজন তুলতে ব্যর্থ হন মীরাবাই চানু। দ্বিতীয় প্রচেষ্টায় তিনি ১১১ কেজি ওজন তুলতে সক্ষম হন। পদক জয়ের জন্য মরিয়া হয়ে তৃতীয় চেষ্টায় ১১৪ কেজি ওজন তুলতে যান এই ভারত্তোলক। কিন্তু এবার তিনি ব্যর্থ হন। মোট ১৯৯ কেজি ওজন তুলে তিনি চতুর্থ হলেন। ২০৬ কেজি ওজন তুলে সোনা জিতলেন চিনের হাউ ঝিহুই। ২০৫ কেজি ওজন তুলে রুপো জিতলেন রোমানিয়ার মিহায়েলা ক্যাম্বেই। মীরাবাই চানুর চেয়ে মাত্র এক কেজি বেশি ওজন তুলে ব্রোঞ্জ জিতলেন থাইল্যান্ডের সুরদচন খাম্বাও।