
স্পোর্টস ডেস্ক :——একই নিলামে ভাঙল আইপিএল-এর সর্বকালীন রেকর্ড। আইপিএল ২০২৪-এর জন্য দুবাইয়ে আয়োজিত নিলামে ২০ কোটি ৫০ লক্ষ্য টাকায় সদ্য বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে দলে নিয়ে ইতিহাস তৈরি করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। কামিন্স ভেঙে দিয়েছিলেন গত বারের নিলামে ১৮ কোটি ৫০ লক্ষ টাকায় দল পাওয়া স্যাম কুরানের রেকর্ড। কামিন্সের কিছু পড়েই নিলামে ওঠেন মিচেল স্টার্ক। বাম হাতি এই বোলারকে নেওয়ার জন্য ফ্র্যাঞ্চাইজিগুলিযে ঝাঁপাবে তা জানাই ছিল। স্টার্ককে নিয়ে প্রথমে লড়াই শুরু হয় দিল্লি ক্যাপিটলস এবং মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে। মুম্বই দীর্ঘক্ষণ লড়াই চালালেও কলকাতা রেসে ঢুকলে মুম্বই নিজেদের সরিয়ে নেয়। দিল্লির সঙ্গে দীর্ঘক্ষণ চলে কলকাতার দরকষাকষি। দিল্লি শেষ পর্যন্ত টাকার দৌড়ে পেরে ওঠেনি।
টাকার মূল্য ২৪ কোটির অঙ্ক পেরিয়ে যাওয়ার পরেও চলে লড়াই। শেষ পর্যন্ত ২৪ কোটি ৭৫ লক্ষ্য টাকায় কলকাতা নাইট রাইডার্স অভিজ্ঞ অস্ট্রেলিয়ান পেসারের সার্ভিস নিশ্চিত করে। ২০১৫ সালের পরে কেকেআরে এসে এই অজি পেসার জানালেন,‘খানিকটা চমকেই গিয়েছিলাম। এত দর দিয়ে যে আমাকে কেনা হবে, ভাবতেই পারিনি।’ তবে এটা যে স্পেশাল নাইট হয়ে থাকবে, সন্দেহ নেই।’আইপিএলের নিলাম যে চলছে, তা আমি জানতাম। কিছুদিন আগে ভারতে ওয়ান ডে বিশ্বকাপ খেলেছি। পরিবেশ, পরিস্থিতি, ক্রিকেটের প্রতি টান, উন্মাদনা সবই জানি। আইপিএলও নতুন নয় আমার কাছে। তবে অনেকদিন পর আবার আইপিএলে ফিরছি।আন্দ্রে রাসেল, সুনীল নারিনদের মতো প্লেয়াররা রয়েছে টিমে। এই টিমটার সঙ্গে নিজেকে জুড়তে পেরে ভালো লাগছে। ইডেন স্পেশাল ফ্লেভার এনে দেয় ক্রিকেটে। আইপিএলের সময়ও সেটা থাকবে। আমি মুখিয়ে রয়েছি টিমের সঙ্গে যোগ দেওয়ার জন্য।আমি কেকেআর