
স্পোর্টস ডেস্ক :অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ককে রেকর্ড দরে ২৪.৭৫ কোটি টাকায় কিনলো কলকাতা নাইট রাইডার্স। যেহেতু কেকেআরের হোম গাউন্ড ইডেনের পিচে বাউন্স আছে একজন পেসার লাগতো। সেই কারণে প্যাট কামিন্স এর বদলি হিসেবে এই বাঁ হাতি জোরে বোলারকে ছিনিয়ে নিল নাইটরা। এদিন মিনি অকশনে কামিন্সের পর দ্বিতীয় প্লেয়ার হিসেবে ২০ কোটি টাকার মাইলফলক স্পর্শ করেন স্টার্ক। শেষ করলেন কামিন্সের রেকর্ড ধুলোয় মিশিয়ে।
স্টার্কের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। স্টার্ক নিতে প্রথম দর কষাকষিতে নামে দিল্লি ক্যাপিটালস। ঋষভ পন্থের হাতে ছিল প্যাডল। মুম্বই ইন্ডিয়ান্স চ্যালেঞ্জ জানায় দিল্লিকে। মুম্বই ও দিল্লির দর কষাকষি যখন ৯ কোটি পেরিয়ে গিয়েছে তারপর আসরে নেমে ৯.৮০ কোটি দর হাঁকে কেকেআর।২০১৪-১৫ মরসুমে শেষ বার আইপিএলে খেলতে দেখা গিয়েছিল অস্ট্রেলিয়ান পেস বোলারকে। পরের বছর কেকেআরে সই করেছিলেন ঠিকই, চোটের জন্য খেলতে পারেননি। ৯ বছর পর সেই স্টার্ক আবার ফিরছেন ক্রিকেটের মেগা শো-তে। এর মধ্যে দেশের জার্সিতে তিনটে বিশ্বকাপ জিতেছেন। সদ্য ভারতের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপ জিতে ফিরেছেন। অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা যে এ বারের আইপিএলে ভালো দর পাবেন, মোটামুটি জানাই ছিল। দুবাইয়ে মক অকশন বা নিলামের মহড়ায় ১৮.৫০ কোটি টাকা দর উঠেছিল স্টার্কের। সেই তিনি যে প্রত্যাশার সব পারদ ছাপিয়ে যাবেন, হয়তো নিজেও ভাবেননি। ৮ বছর আগে কেকেআরে যখন সই করেছিলেন, দর ছিল প্রায় ১০ কোটি। ৮ বছর পর আরও ১৫ কোটি বাড়তি নিয়ে ফিরলেন বেগুনি জার্সিতে।