
সোমনাথ মুখোপাধ্যায়ঃ মায়ানমারে বার্মা কমিউনিস্ট পার্টির আগুনের পাখী বছর ১৮ এর মোমো। সামরিক জুন্টার বিরুদ্ধে লড়াই চালিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের নজর কেড়েছে মোমো।
সংবাদ মাধ্যম সূত্রে খবর কিশোরী মোমোর দায়িত্ব জুন্টাদের ওপর ড্রোন হামলা চালানো। জুন্টাবিরোধী বিপ্লবের ডাকে সাড়া দিয়ে এই কিশোরী লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। জানা গিয়েছে তার মা ও বার্মা কমিউনিস্ট পার্টির গেরিলা বাহিনীর সক্রিয় সদস্য।
জুন্টা বাহিনীর বিরুদ্ধে সম্মিলিত সশস্ত্র শক্তি ‘পিপলস ডিফেন্স ফোর্সেস’এর মুখ হয়ে উঠেছে কিশোরী মোমো। যিনি বড় হয়ে উঠছেন মায়ানমারের গণতন্ত্রের ক্রন্তিকালে। তার আসল নাম না জানা গেলেও মোমো নামেই তার পরিচয়।